কী ও কেন এই পাঠশালা

পরিসংখ্যান পাঠশালা বাংলায় পরিসংখ্যান ও ডেটা সাইন্স শেখার মাধ্যম। ডেটা এনালিটিক্স এবং গবেষণায় পরিসংখ্যানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর পরিসংখ্যান শেখা কেন এত কঠিন হতে হবে? সহজে পরিসংখ্যান শেখা আপনার প্রাপ্য।

সহজে বোঝা যায় এবং পড়তে ভাল লাগে– পরিসংখ্যানের সেরকম কনটেন্ট তৈরী করা যাতে শিক্ষার্থী/ব্যবহারকারিরা পরিসংখ্যান পড়ে আনন্দ পান এবং এর যথাযথ ব্যবহার সম্পর্কে হাতেকলমে ধারণা অর্জন করেন সেরকম পাঠ্যক্রম তৈরি ও বিতরণ করাই পরিসংখ্যান পাঠশালার উদ্দেশ্য।

প্রশিক্ষক ও কনসালট্যান্ট

ড. এনায়েতুর রহীম  

ডেটা সায়েন্টিস্ট ও পরিসংখ্যানবিদ।
পরিসংখ্যান পাঠশালা-র প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক।
 
বর্তমানে আমেরিকায় একটি বায়োটেক কোম্পানিতে রিয়েল ওয়ার্লড এভিডেন্স ডেটা অপারেশন্স টিমে প্রিন্সিপাল ডেটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত।

 ড. রহীম আমেরিকায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট লেভেলে পরিসংখ্যান, হেলথ ইনফরমেটিক্স ও মেশিন লারনিং কোর্স পড়িয়েছেন। বিশ্ববিদ্যালয় এবং হেলথকেয়ার ইন্ডাস্ট্রি মিলিয়ে দেড়যুগেরও বেশী অর্জিত অভিজ্ঞতা তিনি নবীন শিক্ষার্থীদের মাঝে শেয়ার করতে চান।